নামিবিয়ার তোপে হারের পথে শ্রীলঙ্কা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেমেই চমক দেখাচ্ছে নামিবিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৬৩ রান সংগ্রহ করে আফ্রিকা মহাদেশের দেশটি। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছে শানাকার দল। রোববার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫৯ রান।
নামিবিয়ার দেয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইনফর্ম কুশল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। ডেভিড উইসের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন মেন্ডিস। এরপর চতুর্থ ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেয় নামিবিয়ার পেসার বেন শিকঙ্গো। এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিল শিকঙ্গো। তবে থার্ড আম্পায়ার তা নট আউট দেন।
এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নেন জ্যান ফ্রাইলিঙ্ক। এরপরই হারের শঙ্কা জাগে লঙ্কান শিবিরে। এখন ব্যাটিংয়ে আছেন অধিনায়ক শানাকা এবং ভানুকা রাজাপাকসে।
আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জিং টার্গেট দিল নামিবিয়া
এদিকে টসে জিতে বোলিংয়ে নেমে লড়াইয়ের শুরুটা দারুণ করেছিল শানাকার দল। ১৬ রানেই নামিবিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে চাপে ফেলে লঙ্কার বোলাররা। তবে স্টিফান বার্ডকে নিয়ে ৪১ রানের জুটি করেন অধিনায়ক ইরাসমাস। দলীয় ৭৬ রানে ইরাসমাসকে ফেরান ডি সিলভা। এর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন স্টিফান বার্ড।
তবে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিট মিলে গড়েন ৭০ রানের জুটি। লঙ্কান বোলারদের চার-ছয়ে ভাসিয়েছেন এই দুই ব্যাটার। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। এই ইনিংস খেলতে তিনি চারটি চার মেরেছেন। পাশাপাশি স্মিট ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬ বলে ৩১ রান করে। লঙ্কানদের মধ্যে দুই উইকেট পেয়েছেন প্রমোদ মদুশান।
এশিয়া কাপের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে লঙ্কানরা। প্রতিপক্ষ নামিবিয়া হলেও গত বিশ্বকাপেও সুপার টুয়েল্ভে জায়গা করে নিয়েছিল গেরহার্ড ইরাসমাসের দল। গত বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা-নামিবিয়া। আইসিসির সহযোগী আফ্রিকান দেশটিকে ৯৬ রানে গুটিয়ে দিয়ে লঙ্কানরা জিতেছিল ৭ উইকেটে।
]]>