বিনোদন

নারায়ণগঞ্জের সপ্তাহব্যাপী বইমেলা শুরু

<![CDATA[

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহযোগিতায় নারায়ণগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জেলা বইমেলা।

নগরীর চাষাঢ়ায় টাউন হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন লেখক সমাবেশ, লেখক আড্ডা ও লেখকদের সঙ্গে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে বইমেলায়।

জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থাসহ সরকারি বেসরকারি ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৩৮টি স্টল নিয়ে আয়োজিত মেলায় দেশ বিদেশের নানা লেখকদের বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। তাই প্রথম দিন থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে বই মেলা। বিভিন্ন স্টল ঘুরে প্রিয় লেখকদের বই সংগ্রহ করছেন পাঠক ও বইপ্রেমী দর্শনার্থীরা।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সুস্মিতা ইসলাম, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ুব ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সংস্কৃতিমনস্ক জাতি গঠন এবং সর্বস্তরের লেখকদের একত্রিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের আটটি বিভাগে মেলা সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় মেলার আয়োজন করা হবে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত ‘র‍্যাবের সোর্সের’ মৃত্যু

অনুষ্ঠানে আলোচনা পর্বে বিশেষ অতিথিরা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বাঙালি জাতির আবেগ, অনুভূতি, সংস্কৃতি, ঐতিহ্য, গৌরবদীপ্ত বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জাগরণের প্রতীক বই মেলা। বই জ্ঞানের জগতকে আলোকিত করে। বই মেলা তাই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাশ্চাত্য সংস্কৃতি ও প্রযুক্তির সমাজে ছোট বড় সবাইকে বইমুখী হতে হবে। দেশের সংস্কৃতি ও সাহিত্যের চর্চাও নিয়মিত করতে হবে। মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচতে হলে বইয়ের নেশাকে আঁকড়ে ধরতে হবে।

আগামী ১৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত চলবে সাতদিন ব্যাপী এই বই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!