নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
<![CDATA[
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীর সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপাস্থ রুপ চাঁন বেপারীর (এনডি) ঘাট এলাকায় নদীর তীরে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শক শাজাহান বলেন, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফতুল্লার রুপচান বেপারীর ঘাট সংলগ্ন বুড়িঙ্গা নদীর তীরে একটি মরদেহ ভাসছে। এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।
আরও পড়ুন: ১৬ বছর পর ফিরলেন, তবে লাশ হয়ে!
তিনি বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর হবে। মরদেহটি অর্ধেক পঁচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। খালি গায়ে তবে পরনে কালো প্যান্ট পরা রয়েছে।
শাজাহান বলেন, মরদেহটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
]]>




