নারায়ণগঞ্জে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
<![CDATA[
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত এক বছরে প্রতিষ্ঠানটি প্রায় সোয়া কোটি টাকার অবৈধ গ্যাস ব্যবহার করেছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীমের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মেঘনা ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুন কারখানাটি গুঁড়িয়ে দেয়াসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আরও ৮২ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে কারখানার মালিক-কর্মচারীরা সবাই পালিয়ে যান।
স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এক বছর আগে অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে চুন কারখানাটি চালু করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, অবৈধ সংযোগ নিয়ে প্রতি মাসে কমপক্ষে ১০ লাখ টাকার গ্যাস চুরি করে আসছিল কারখানাটি।
]]>