নারায়ণগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
<![CDATA[
নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে আবদুল ওহাব মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় একটি ডোবা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত আবদুল ওহাব মিয়া সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার মৃত সাহাজ উদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: যুবকের মরদেহ উদ্ধার, শরীরে ৩৫ ছুরিকাঘাতের চিহ্ন
এ বিষয়ে ধামগড় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাসুদ রানা জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর ফুলহর এলাকার একটি ডোবায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে আবদুল ওহাবের মরদেহ শনাক্ত করে।
ধামগড় ফাঁড়ির ইনচার্জ বলেন, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
]]>