নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
<![CDATA[
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় দফায় দফায় অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হলেও বন্ধ হচ্ছে না অবৈধ সংযোগের দৌরাত্ম্য।
রোববার (১৫ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত তিতাস কর্তৃপক্ষকে নিয়ে তৃতীয় দফায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমামের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী আবাসিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে এই এলাকায় অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। ইতোপূর্বে দুইবার বিচ্ছিন্ন করার পরও অবৈধ সংযোগ প্রদান বন্ধ না হওয়ায় তৃতীয়বারের মতো অভিযান চালিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। পুনরায় যাতে সংযোগ নিতে না পারে সেজন্য অবৈধ সংযোগের মূল লাইনটি স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম বলেন, বর্তমানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ গ্যাসের সংকট চলছে। এই সম্পদ রক্ষা ও গ্যাসের অপব্যবহার রোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, অবৈধ সংযোগ প্রদানকারীদের চিহ্নিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>