নারীদের কাবাডি ক্যাম্পে আরিফিন শুভ
<![CDATA[
‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার রোমান্টিক ঘরানার চকলেট বয় থেকে ‘মিশন এক্সট্রিম’র পুরোদস্তুর অ্যাকশন হিরো। সবখানেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আরিফিন শুভ। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতেও রেখেছেন নিজের সফল পদচারণা।
কিছুদিন ধরে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ‘মুজিব’ খ্যাত এই অভিনেতার। তবে সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন শুভ। অন্তত তার সামাজিক মাধ্যম তাই বলে। বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।
আরও পড়ুন: ‘শনিবার বিকেল’র মুক্তি চাইলেন ১২৯ সংস্কৃতিকর্মী
এত আলোচনার মধ্যেই এক সকালে শুভকে দেখা গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি ক্যাম্পে নারীদের শুভ কামনা জানাতে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম আকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন আরিফিন শুভ। যেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় নারী কাবাডি ক্যাম্প, শুভ কামনা চ্যাম্প’। ভিডিওতে দেখা যায় শুভ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছেন। তাদের ডায়েট, প্র্যাকটিস নিয়ে কথা বলছেন।
]]>




