বাংলাদেশ

নারীর ধাক্কায় রেললাইনের ওপর পড়ল শিশুটি

<![CDATA[

রেলস্টেশনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তিন বছরের এক কন্যাশিশু। কিন্তু হঠাৎ পেছন থেকে এক নারী ওই শিশুকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দেন। তবে ভাগ্যক্রমে সেই সময় রেললাইনে ট্রেন না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে শিশুটি।

বুধবার (২৮ ডিসেম্বর) রোমহর্ষক এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিম পোর্টল্যান্ডের এক রেল স্টেশনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি ওরিগনের মুল্টনোমাহ কাউন্টি জেলার অ্যাটর্নির অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি পোস্ট করে অ্যাটর্নি অফিস বলেছে, তিন বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে তার মায়ের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ সময় অপরিচিত এক নারী হঠাৎ তাকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দেন।

আরও পড়ুন: ৫০ সেবাদাসী ও ২০ নাবালিকা স্ত্রী রয়েছে এই ধর্মগুরুর!

এই দৃশ্য সেখানকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা যায়, ধাক্কা খাওয়ার পর শিশুটি রেললাইনের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মাথা এবং কপালে জখম হয়।

ওই সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য লোকজন মুহূর্তের মধ্যে শিশুটিকে উদ্ধারের জন্য রেললাইনে ঝাঁপিয়ে পড়েন। পরে এক ব্যক্তি শিশুটিকে নিরাপদে রেললাইন থেকে প্ল্যাটফর্মে তুলে নিয়ে আসেন। ঘটনার সময় রেললাইনে ট্রেন না আসায় শিশুটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ওরিগনের জেলা আদালতের রেকর্ডের বরাত দিয়ে বলেছে, তিন বছর বয়সী ওই শিশুটির পরিবার গৃহহীন। পরিবারের সদস্যদের সঙ্গে পোর্টল্যান্ডে বসবাস করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার যাত্রীরা।

আরও পড়ুন: চলন্ত মোটরসাইকেলে ‘ফিল্মি স্টাইলে’ প্রেম, যুগল গ্রেফতার

ব্লেইন ড্যানলি নামের এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি১৫-কে বলেন, ‘এর কোনো অজুহাত নেই। কেউ এমন কিছু কেন করবে, আমি কিছুতেই বুঝতে পারছি না।’

মুল্টনোমাহ কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ঘটনার পরপর হামলাকারী নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার চেষ্টা, হামলা, গণপরিবহনে হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল আচরণ এবং বেপরোয়াভাবে অন্য ব্যক্তিকে বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!