না খেলেও ২১ কোটি রুপি পাবেন পন্ত!
<![CDATA[
গাড়ি দুর্ঘটনার পর রিশভ পন্তের আসন্ন আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বলা যায়, তার খেলতে পারার সম্ভাবনা ১০ শতাংশও না। মেগা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলতে পারলেও চুক্তির পুরো টাকাটাই পাবেন তিনি।
এ বছরের এপ্রিল-মে’তে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের ১৬তম আসর। ধারণা করা হচ্ছে রিশভ পন্তকে মাঠের বাইরে থাকতে হতে পারে আরও ৬ মাস। ফলে পুরো টুর্নামেন্টই মিস করবেন তিনি। তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের এ উইকেটরক্ষক ব্যাটার ফ্র্যাঞ্চাইজি থেকে পুরো ১৬ কোটি রুপিই পাবেন।
আরও পড়ুন: বহু আগেই পন্তকে ধীরে গাড়ি চালাতে বলেছিলেন ধাওয়ান
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, চোটের জন্য আইপিএলের বাইরে থাকলে এই ধরনের খেলোয়াড়রা পুরো বেতন পান। পুরো টাকাটাই আইপিএল ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে বীমা কোম্পানি পরিশোধ করবে। অর্থাৎ না খেলেও বিশাল অঙ্কের রুপি পকেটে পুড়বেন তিনি।
শুধু আইপিএল কেন, দুর্ঘটনার শিকার হওয়া পন্ত খেলতে পারবেন না জাতীয় দলের হয়েও। এই সময়ে ভারত জাতীয় দল খেলবে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে। সেগুলোতে না খেলতে পারলেও বোর্ড থেকে ৫ কোটি রুপি বেতন পাবেন তিনি।
আরও পড়ুন: ‘ও একজন যোদ্ধা’, পন্তকে নিয়ে শাহরুখ
প্রসঙ্গত, মাকে সারপ্রাইজ দিতে ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডের রুরকিতে যাওয়ার পথে পন্তের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িতে আগুনও লেগে যায়। গুরুতর জখম হন পন্ত। আগুন ধরার আগেই তাকে গাড়ি থেকে উদ্ধার করেন সুশীল কুমার ও পরমজিৎ নামে দুই ব্যক্তি। পরে দুজনকেই পুরস্কৃত করা হয়।
]]>