না ফেরার দেশে চলচ্চিত্র নির্মাতা সন্দীপ চৌধুরী
<![CDATA[
নতুন বছরের শুরুটা ভালো হলো না টালিপাড়ার। সকালেই খবর এলো প্রয়াত হয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন। আর তার ঠিক কয়েক ঘণ্টা পরের খবর, শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র নির্মাতা সন্দীপ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সন্দীপ চৌধুরী। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন সন্দীপ, ছিল সুগারের সমস্যাও। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সন্দীপ চৌধুরী।
দীর্ঘদিন ধরে মেগা ধারাবাহিকের সঙ্গে যুক্ত সন্দীপ চৌধুরী। ‘এরাও শত্রু’ নামে জনপ্রিয় এক ধারাবাহিকের পরিচালক হয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। বর্তমানেও বেশ কয়েকটি ধারাবাহিক পরিচালনা করেছিলেন। সিনেমা নির্মাণ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে।
আরও পড়ুন: হাসপাতালে বিভাস চক্রবর্তী
সন্দীপ চৌধুরীর দুই বোন চুমকি চৌধুরী ও রীনা চৌধুরী- জনপ্রিয় অভিনেত্রী। সন্দীপ চৌধুরীর স্ত্রী বিদিশাকেও দেখা গেছে অভিনয় জগতে। হঠাৎই থমকে গেল জীবনের বাতি। সাদা মনের মানুষ বলে পরিচিত সন্দীপ চৌধুরীর মৃত্যুতে শোকাচ্ছন্ন টালিপাড়া।
]]>