নিউইয়র্কে নোয়াখালীর ইপি চেয়ারম্যান আইয়ুব আলী সংবর্ধিত
<![CDATA[
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আইয়ুব আলী এ বছর নোয়াখালীর কোম্পানীগঞ্জ ৭ নম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) তাকে সংবর্ধনা দেয় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দাল কাদীর বাপ্পা। প্রধান বক্তা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য নূরুল আফছার সেন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইকুল ইসলাম, মাসুদ হোসেন সিরাজী ও এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হায়দার ও রশিদ রানা।
আরও পড়ুন: নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি আব্দুল্লাহর অভূতপূর্ব সাফল্য
এছাড়া বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, সদস্য লস্কর মিঠু, ছাত্রলীগের জয়নাল আবেদীন জয়, হেলাল মিয়া, মাইন উদ্দিন পিন্টু, আবু নাছের, লিটন, শওকত, জিয়াসহ আওয়ামী লীগ নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু।
]]>




