নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরল ভারত
<![CDATA[
স্বল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভারতকে। অল্পের জন্য রক্ষা মিলেছে দলটির, না হলে টি-টোয়েন্টি সিরিজটাই হাতছাড়া হয়ে যেত স্বাগতিকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের এই জয়ের কারণে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল হার্দিক পান্ডিয়ার দল।
রোববার (২৯ জানুয়ারি) ভারতের লক্ষ্ণৌতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। প্রথমে টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করে দলটি। জবাবে ১ বল বাকি রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০০ রানের মামুলি লক্ষ্যের শুরুটা ধীর গতিতে করে ভারত। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৯ বলে ১১ রান করে মাইকেল ব্রেসওয়েলে শিকার হয়ে ফেরেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ৮.৫ ওভারে দলীয় ৪৬ রানে আউট হন আরেক ওপেনার ইশান কিষাণ। ৩২ বল থেকে মাত্র ১৯ রান করে রান আউট হন তিনি।
এরপরে ব্যাট হাতে ব্যর্থ হন রাহুল ত্রিপাঠী। তিনি করেন ১৮ বল থেকে ১৩ রান। টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেননি সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত যাদব অপরাজিত থাকলেও তিনি করেন ৩১ বল থেকে মাত্র ২৬ রান। যাদবকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ফেরেন ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি করেন ২০ বলে অপরাজিত ১৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে এসে সাবধানে রান তুলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। প্রথম দুই ওভার দেখেশুনে খেলে তৃতীয় ওভারে হাত খোলার চেষ্টা করেন তারা। ৩.৩ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ফিন (১১) আউট হলে এলেমেলো হয়ে যায় কিউই শিবির।
দলীয় ২১ রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পরে দ্বিতীয় উইকেট পড়ে ২৮ রানে। এরপরে নিয়মিত বিরতিতে পড়তে থাকে একের পর এক উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান স্কোরবোর্ডে জমা করে কিউইরা। এর মধ্যে ২৩ বলে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন আর্শদীপ সিং।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে অশান্তি
ভারতের এই জয়ের কারণে ১-১ সমতা ফিরেছে সিরিজে। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এতে আগামী ১ ফেব্রুয়ারির ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
]]>