নিউজিল্যান্ডের ডাবল সেঞ্চুরির ম্যাচে কনওয়ের সেঞ্চুরির আক্ষেপ
<![CDATA[
আহা ডেভন কনওয়ে! চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটা কিউই এ ওপেনারের নামের পাশে লেখা থাকতে পারতো। তবে নিজের মাইলফলকের চেয়ে দলকেই গুরুত্ব দিলেন বেশি। কিউই এ ওপেনারের অপরাজিত ৯২ রানে ভর করে ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে রান ২০১ রান।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে সেভাবে রান উঠেনি। তবে সুপার টোয়েলভে খেলা গড়াতেই চার ছক্কার বন্যা। সিডনিতে মূলপর্বের প্রথম ম্যাচে গেল বারের দুই ফাইনালিস্টের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় নিউজিল্যান্ড।
কিউই দুই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হতে থাকেন। প্রথম চার ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান। সেখান থেকে পাওয়াপ্লে শেষে স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান। ততক্ষণে যদিও ফিন অ্যালেনকে হারায় কিউইরা। তবে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই মাত্র ১৬ বলে ৪২ রানের এক ক্যামিও ইনিংস খেলেন এ ওপেনার।
বিস্তারিত আসছে….
]]>