নিউজিল্যান্ডে অকল্যান্ডে প্রবল বন্যা, জরুরি অবস্থা জারি
<![CDATA[
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর ও আশপাশের বেশকিছু অঞ্চলে ভারি বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার(২৭ জানুয়ারি) বন্যার পানি লোকালয়ে ঢুকে পরায় বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। বন্যার পানিতে যানবাহন ডুবে যাওয়ার পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাটও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। আরো বেশ কয়েকদিন ভারি বৃষ্টিপাতের পাশাপাশি দুর্যোগপূর্ণ এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বন্যায় আটকা বাংলাদেশিসহ ৩০০ বাগান শ্রমিক
অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন রেডিও নিউজিল্যান্ডকে জানিয়েছেন, এই মুহূর্তে বৃষ্টি থামা প্রয়োজন। এটা এখন প্রধান ইস্যু। অকল্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক টুইট বার্তায় জানিয়েছে, শহরের উত্তর, উত্তর-পশ্চিম এবং পশ্চিম অংশগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে বাসিন্দাদের চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, বৈরী আবহাওয়ার একই চিত্র গ্রীসেও। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির কবলে পড়ে দেশটির রাজধানী এথেন্স। এতে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যাওয়ায় বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এমনকি বন্যার কারণে রাজধানীর বেশকিছু রাস্তাও বন্ধ ঘোষণা করেছে তারা।
]]>