নিউজিল্যান্ডে পিকনিক মুডে বাংলাদেশের একদিন
<![CDATA[
টানা দুই হারে এমনিতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাকফুটে বাংলাদেশ। তাছাড়া অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমান জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে গেছে। আশা টিকিয়ে রাখতে বাকি থাকা দুই ম্যাচে শুধু জয় পেলেই হবে না, সঙ্গে রানরেটও বাড়াতে হবে।
তবে এসব নিয়ে একদমই যেন ভাবনা নেই বাংলাদেশ শিবিরে। দলের ভরাডুবির পরও পিকনিক মুডে আছেন সাকিব-তাসকিনরা। টানা খেলার পর সোমবার (১০ অক্টোবর) একদিনের বিরতি পেয়ে নিউজিল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়ান ক্রিকেটাররা। তাদের খোশমেজাজে থাকার ছবি পরে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পেসার তাসকিন আহমেদ।
ছবিতে তাসকিন ছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলি চৌধুরীকে দেখা গেছে। ক্রাইস্টচার্চের প্রকৃতির মাঝে তাদের ঘুরে বেড়াতে দেখা যায়। ছবি শেয়ার করে ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘পেছনে ফিরে তাকালে শুধুই আফসোস হয়। সামনের দিকে তাকালে তবেই নতুন সুযোগ আসে।’
আরও পড়ুন: সাব্বির-মিরাজকে নিয়মিত ওপেনারদের চেয়ে বেশি সময় দেয়া হচ্ছে
তবে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগের দিন তথা মঙ্গলবার (১১ অক্টোবর) অনুশীলনে ফিরেছে দল।
সিরিজের উদ্বোধনী ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। সেই ম্যঅচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে সাকিব ফিরলেও দলের অবস্থার পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের কাছে উড়ে যায় ৮ উইকেটে।
]]>