খেলা
নিখোঁজ মাইশাকে ১৬ দিনেও পাওয়া যায়নি
<![CDATA[
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মাইশা (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে বাসা থেকে কম্পিউটার দোকানে গিয়ে আর বাসায় ফেরেননি মাইশা।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা সামছুন্নাহার।
তিনি জানান, মাইশার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল ফ্রগ, কালো কটি ও প্যান্ট।
মোহাম্মদপুর থানার এসআই মতিউর রহমান জানান, মাইশার সন্ধান পেলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮৫৮) অথবা তদন্তকারী অফিসার এসআই মতিউর রহমানের (০১৮৫০-৯৪৪৬০১) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
]]>




