নিখোঁজ শিশুর মরদেহ মিলল সড়কে
<![CDATA[
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক থেকে আবদুল্লাহ (০৬) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে পূর্বধলা সদরের ছেছাউড়া গ্রামের পাশে সড়ক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ একই গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার (১৬ জানুয়ারি) বিকালে শিশুটি সদরের ছেছাউড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করা হয়। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বাড়ির অদূরেই সড়কের পাশে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়কে ঝরল দুজনের প্রাণ
এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে কী কারণে এই ঘটনা সেটি ক্ষতিয়ে দেখতে মাঠে আছে পুলিশ। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
]]>