বিনোদন

‘নিজেদের কর্মীদের মেরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বিএনপির’

<![CDATA[

বিএনপি নিজেদের কর্মীদের নিজেরা মেরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে দাবি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনে নিজেদের কর্মীদের নিজেরা মেরে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো। মুন্সিগঞ্জে বিএনপি নিজেদের কর্মীকে নিজেরা মেরেছে। বিভাগীয় সমাবেশের নামে আবারও যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়, সরকার কঠোর হাতে দমন করবে।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে হরিজন সম্প্রদায়কে প্রধানমন্ত্রী দেয়া উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সমাবেশের লাঠি-রডে জাতীয় পতাকা নিয়ে বিএনপি জাতীয় পতাকার অবমাননা করছে। একদিকে জাতীয় পতাকার অবমাননা, অন্যদিকে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা ও বৃদ্ধাঙুলি প্রদর্শন করেছে। ’

তিনি আরও বলেন,  ‘দেশে বিএনপিসহ কিছু দল আছে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা কোনো স্থান নেই। আসন্ন পূজায় সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।’

আরও পড়ুন: ‘বিএনপি হাঁটু ভাঙা দল’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে তথ্যমন্ত্রী বলেন, ‘হাজার হাজার মানুষ মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসকের কাছে যান সেখানে একজন হঠাৎ করে মোনাজাত ধরলে জেলা প্রশাসক সেখানে অংশগ্রহণ করে। মোনাজাত ধরেছে সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আগে আত্মসমর্থনের সুযোগ দেয়া উচিত ছিল।’

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের এক হাজার মানুষকে এক হাজার টাকা করে এবং ১৮১টি সংগঠনকে ৩২ হাজার টাকা করে প্রধানমন্ত্রী দেয়া উপহার তুলে দেন মন্ত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!