বাংলাদেশ

নিজের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সিসিক মেয়র!

<![CDATA[

চলছে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা। এর ফাঁকে ফাঁকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উচ্চারিত হচ্ছে সিলেটের সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে। এরই মাঝে সমাবেশে গিয়ে উপস্থিত হন সিসিক মেয়র আরিফুল হক। বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শক সারিতে বসে শুনলেন নিজের দোষ। অতঃপর সকল অভিযোগের সমাধান করারও প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সুরমা নদীর তীর ঘেঁষা সারদা হলের সামনে এ ঘটনা ঘটে।

১৯৩৬ সালে বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক সারদা চরণ শ্যামের নামে সিলেটের সুরমা নদীর পাড়ে গড়ে তোলা হয় ‘সারদা হল’। এরপর থেকে হলটি সিলেটের সকল সাংস্কৃতিক চড়াই-উৎরাই এর সাক্ষী হলেও গত এক যুগেরও বেশি সময় ময়লার গাড়ি রেখে হলের সামনে দখল করেছে সিসিক। আর ভেতরে বিভিন্ন আসবাবপত্র রেখে ফটক তালা দিয়ে রাখা হয়েছে। এতে ২০০ আসন বিশিষ্ট ঐতিহ্যবাহী এই হলটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

এমন অবস্থায় সময়ের পরিক্রমায় হল সংকটে পড়েছেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। দীর্ঘদিন থেকে এই হলটি দখলমুক্ত করে সংস্কৃতি চর্চায় উন্মুক্ত করে দিতে বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও কোনো কাজ না হওয়ায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা।

আরও পড়ুন: হাজার কোটি টাকা বাজেট সিসিকের

বিকেল ৪টায় সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে এই প্রতিবাদী সমাবেশে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি জানান।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো শুনে আগামী নভেম্বর মাসের মধ্যে হল উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: ৫৮৮ কোটির বাজেট ঘোষণা মেয়র আইভীর

তিনি বলেন, আমি নগরবাসীর প্রতিনিধি, আপনাদের সেবক। আমার ভুল থাকলে এটি জানার অধিকার আমার আছে। এজন্য আমি এখানে এসেছি। সাংস্কৃতিক কার্যক্রম বিকশিত করতে আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব। তাই যেহেতু আপাতত নগর ভবনের জায়গার সংকট, এ জন্য এখানে কিছু জিনিস রাখা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি আগামী নভেম্বর মাসের মধ্যে এখান থেকে সকল কিছু সরিয়ে নিয়ে এটি সংস্কার করে সংস্কৃতি কর্মীদের ব্যবহার উপযোগী করে উন্মুক্ত করে দেব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!