নিজ ঘরে কাতারপ্রবাসীকে গলা কেটে হত্যা
<![CDATA[
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নিজ ঘরে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামে এক কাতারপ্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকা থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
মো. সাজ্জাদ হোসেন একই এলাকার মো. মাসুদ রানার ছেলে।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে প্রবাসী সাজ্জাদ হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জুয়া খেলার টাকা না পেয়ে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে ঘরে ঢুকে কেউ ওই প্রবাসীকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজ, খালাতো ভাই আবু বকর ও প্রতিবেশী অটোরিকশাচালক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‘ঘটনা রহস্যাবৃত! কারণ, বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রিযাপন করতেন। এক ভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পরপর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
]]>