নির্বাচনী প্রচারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাত
<![CDATA[
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রচার চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মণ্ডলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তিনি বগুড়ার পৌরসভার এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আরিফ বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপশহর বাজার এলাকায় পৌরসভার এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সার্জিল আহমেদ টিপুসহ অন্যান্য নেতাকর্মী মিলে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় একই বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আবদুল মান্নান আকন্দ তিনটি মিনি ট্রাকে করে ২ শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে পথসভা শুরু করেন। একই স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মীদের উপস্থিতির কারণে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান, দুই প্রার্থীর কর্মী ও সমর্থদের মধ্যে হট্টগোলের কথা শুনেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
]]>