নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে: জাপান রাষ্ট্রদূত
<![CDATA[
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের। এ ছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে বলেও আশা তার। সময় সংবাদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা তৎপরতা শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের মন্ত্রীরা তো আছেই, এর পাশাপাশি নতুন নির্বাচন কমিশনের সঙ্গেও নিয়মিত সাক্ষাৎ হচ্ছে ঢাকায় নিযুক্ত বিভিন্ন শক্তিধর দেশের রাষ্ট্রদূতদের। তাদের আলোচনায় উঠে আসছে নির্বাচন প্রসঙ্গ।
বাংলাদেশের উন্নয়নে অন্যতম বড় অংশীদার এশিয়ার দেশ জাপান। আওয়ামী লীগ সরকারের আমলে গত এক দশকে ঢাকার সঙ্গে টোকিওর অর্থনৈতিক লেনদেন বেড়েছে তিনগুণ। মেট্রোরেল, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মহেশখালি-মাতারবাড়ি প্রকল্পসহ মেগা প্রজেক্টগুলোয় সহযোগিতা করে আসছে এশিয়ার এই জায়ান্ট।
আরও পড়ুন: ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি: কাদের
ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বললেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় জাপান। তবে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় দেশটি। নির্বাচনের সময় গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান রাষ্ট্রদূত।
গত ২৯ আগস্ট নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন ইতো নাওকি। সিইসি কাজী হাবিবুল আউয়ালের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা রয়েছে জাপানের।
২০১৮ নির্বাচনের পর জাপান দূতাবাস তাদের উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়।
]]>




