নির্বাচন সামনে রেখে অস্ত্র মজুত, গ্রেফতার ৩
<![CDATA[
রাজশাহীতে সাতটি বিদেশি অস্ত্র, গুলি এবং বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র মজুত করছে ছাত্রশিবির বলে জানায় র্যাব।
শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টায় র্যাব-৫-এর কার্যালয়ে অস্ত্র উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সম্প্রতি ১০টি অস্ত্রের চালান আসে রাজশাহীতে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তা উদ্ধারে মাঠে নামেন র্যাব সদস্যরা।
শুক্রবার ভোররাতে কাটাখালীর কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে আটক করে অস্ত্র ব্যবসায়ী আতিকুর রহমান আতিককে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের মুরগির খামার থেকে উদ্ধার করা হয় বিদেশি চারটি রিভলবার, তিনটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও এক কেজি ১০০ গ্রাম গানপাউডারসহ বিস্ফোরকদ্রব্য। এ সময় আটক করা হয় আতিকের দুই সহযোগী শাহীন আলী ও শহিদুল ইসলামকে।
আরও পড়ুন: দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
তিনি জানান, সাতটি অস্ত্র উদ্ধার হলেও চালানের বাকি তিনটি অস্ত্র রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিলের শিক্ষার্থী তানজিম ও আব্দুর রহিমের হেফাজতে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিরা ও পলাতক ছাত্ররা ঘনিষ্ঠ ও একই মতাদর্শের। তারা নির্বাচন সামনে রেখে অস্ত্রের মজুত বাড়াচ্ছিল। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা পক্রিয়াধীন।
]]>




