নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ যুবক আটক
<![CDATA[
দিনাজপুরের নবাবগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— নবাবগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের মৃত মালেবুর রহমানের ছেলে তাহেরুল ইসলাম (৩৬), খোশলামপুর গ্রামের শ্রী বদিরিয়া চন্দ্রের ছেলে শ্রী চন্দ্র (৩০), ইসলামপুর গ্রামের মৃত রাম চন্দ্র ঘোষের ছেলে রঞ্জন ঘোষ (৩৭), উপজেলার মনিরামপুর গ্রামের ছেলে (২৫) ও দাউদপুর বাজার এলাকার মৃত মাকসেদুল হকের ছেলে মাহফুজুল হক (২৯)।
আরও পড়ুন: রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান জানান, নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। রোববার রাতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বড়ি ও মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিরামপুর গ্রামের মাহমুদুল্লাহর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ তিন কারবারিকে আটক করা হয় এবং জব্দ করা হয় নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ৯২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট।
গ্রেফতার আসামিদের সোমবার (০৭ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
]]>