নীলফামারীতে পৌর মেয়র কারাগারে
<![CDATA[
দুর্নীতির মামলায় জামিন নিতে এলে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা দায়রা ও জজ আদালত (বিশেষ জজ আদালত) জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অগ্রণী ব্যাংক থেকে ৩১ কোটি টাকার ঋণ নিয়ে তা সঠিকভাবে বাস্তবায়ন না করায় দুর্নীতি দমন কমিশন (রংপুর কার্যালয়) তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন সাবেক এই বিএনপি নেতা ও বর্তমান পৌর মেয়র। তিনি স্থায়ী জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সেই ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি
তবে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মো. সোয়েম। দুদকের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান শাষন বলেন, তিনি বাজার শাখা থেকে যে ৩১ কোটি টাকা লোন নিয়েছেন তা সঠিক জায়গায় ব্যবহার করেননি। এই টাকা থেকে তিনি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ মিলেছে। সেই মামলায় তিনি আত্মসমর্পণ করতে এসে আটক হয়েছেন।
]]>