নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নীলফামারী থেকে সৈয়দপুর আসার পথে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-ঘ-১৮-৫৭১৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ ২ জন মারা যান। নিহতরা হলেন- রাব্বী (৪০) ও সিহাব উদ্দিন (৩৫)। তারা নীলফামারীর রামগঞ্জ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তি বাড়ছে
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উত্তরা ইপিজেড ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত এসে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করি। পরে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।
]]>




