নীলফামারীতে সড়কের বেহাল দশা, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
<![CDATA[
নীলফামারী জেলার কয়েকটি প্রধান সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও ধীরগতির কারণে আজও তা শেষ হয়নি।
জেলার প্রধান কয়েকটি সড়ক, সৈয়দপুর থেকে নীলফামারী, নীলফামারী থেকে ডোমার, ডোমার থেকে চিলাহাটি ও ভাউলাগঞ্জ পর্যস্ত সড়কগুলোর নির্মাণ কাজ গত তিনবছর আগে শুরু হলেও, আজও সেসব সড়কের কাজ শেষ হয়নি। অত্যন্ত ধীরগতিতে কাজ হওয়ার কারণে সড়কের বেশ কিছু অংশ দেবে যাওয়াসহ খানাখন্দে পরিণত হয়েছে।
এর ফলে পথচারীরা চরম ভোগান্তির মধ্যদিয়ে চলাচল করছেন। দুর্ভোগে পড়ছে যানবাহনগুলো। যানবাহনের চালক ও এলাকাবাসী জানান, খানাখন্দে পরিণত হওয়া সড়ক দিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ। ক্ষতি হচ্ছে যানবাহনের যন্ত্রাংশের। তারা বলছেন, দ্রুত নির্মাণ কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। নীলফামারী, ডোমার, চিলাহাটি, ভাউলাগঞ্জ এলাকার মানুষজন বলছেন, কাজের এমন ধীরগতি তারা কখনো দেখেননি।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আইসিইউতে মা, জানেন না ছেলের মৃত্যুর খবর
নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, প্রকল্পগুলোর কাজ দুবছর আগেই শেষ হওয়ার কথা থাকলেও, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে কাজের গতি কিছুটা স্লথ হয়েছে। তবে এই অর্থ বছরের মধ্যেই কাজ শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়েছে।
নীলফামারী-ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২৪ কোটি ৪১৮ লাখ টাকা। প্রকল্পগুলো শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালের জুন মাসে। কিন্তু কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। এনিয়ে দুবার কাজের মেয়াদ বাড়ানো হলো।
]]>