বিনোদন

নুহাশ হুমায়ূনের আরেক অর্জন

<![CDATA[

আগামী ২৫ জানুয়ারি পর্দা উঠছে চলচ্চিত্রকেন্দ্রিক ইউরোপের বিখ্যাত আয়োজন ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’। এটি উৎসবের ৫২তম আসর। নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারড্যামে প্রতিবছর অনুষ্ঠিত হয় উৎসবটি।

মর্যাদাপূর্ণ এ উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। একসঙ্গে ঢাকার দুটি সিনেমা সেখানে জায়গা করে নিয়েছে। একটি নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’, অন্যটি ঋতু সাত্তার নির্মিত ‘শবনম’। এর মধ্যে ‘শবনম’ লড়বে টাইগার শর্ট কম্পিটিশন বিভাগে।

আরও পড়ুন: রায়হান খানের পরিচালনায় রোশান-ভাবনা

‘পেট কাটা ষ’ নির্মিত এবং মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ হিসেবে। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়। তবে রটারড্যাম উৎসবে এটিকে চলচ্চিত্র আকারেই জমা দেয়া হয়েছে। সেই সুবাদে এটি সিনেমা হিসেবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে।

সুখবরটি নিশ্চিত করে নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্যে অগণিত আন্তর্জাতিক দর্শকের মন ছুঁয়েছে। প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল। যেটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়। এ জন্য কাজটির সঙ্গে যুক্ত সব শিল্পী-কুশলীকে ধন্যবাদ জানিয়েছেন নুহাশ।

আরও পড়ুন: ভয় আর হতাশায় ভুগছেন হবু মা মাহি!

অন্যদিকে নির্মাতা ঋতু সাত্তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘যারা এতদিন ধরে আমাকে উৎসাহ দিয়ে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এ ছাড়া যারা আমাকে সঠিক পরামর্শ এবং উপদেশ দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।’ ‘শবনম’ সিনেমাটির ট্রেলার শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন ঋতু।

উল্লেখ্য, ‘পেট কাটা ষ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, সোহেল মণ্ডল, মোর্শেদ মিশু, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!