বাংলাদেশ

নেইমারদের নতুন কোচ কে?

<![CDATA[

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেলেসাওদের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়েছেন তিতে। বিশ্বমঞ্চ থেকেই তিতের দায়িত্ব ছাড়ার ঘোষণায় তার উত্তরসূরি খোঁজার কাজ শুরু ব্রাজিলে।

সেলেসাওদের হেক্সা মিশন সম্পন্ন করেই বিদায় নিতে চেয়েছিলেন তিতে। এ কারণেই চার বছর আগে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে গেলেও দায়িত্ব ছাড়েননি তিনি। কিন্তু কাতারেও যন্ত্রণাই তার সঙ্গী হলো। সেই সঙ্গে জানিয়ে দেন, ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

 

দল হারার পর সংবাদ সম্মেলনে তিতে নিজেই জানান দায়িত্ব ছাড়ার কথা। তার চেয়ে যোগ্য কারো হাতেই সেলেসাওদের ২০২৬ বিশ্বকাপের জন্য গড়ে তোলার দায়িত্ব দেয়ার অনুরোধ জানান তিতে।

তিনি বলেন, ‘আমার চক্র শেষ। আমি বছর দেড়েক আগেই বলেছিলাম, ‘দল জিতুক বা হারুক বিশ্বকাপের পর আর থাকছি না। আমার জায়গা নেয়ার জন্য আরও ভালো ও পেশাদার কোচ রয়েছেন। তাদের হাতেই দায়িত্ব দেয়া উচিত বলে মনে করি। দলের ব্যর্থতার জন্য আমরা সবাই দায়ী।’

এরপরই ব্রাজিল সমর্থকদের মনে প্রশ্ন: তাহলে নেইমারদের দায়িত্ব নিচ্ছেন কে? জানা গেছে, তিতের জায়গায় ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে তিনজন রয়েছেন। তারা হলেন: মানো মেনেজেস, আবেল ফেরেইরা ও দোরিভাল জুনিয়র।

আরও পড়ুন: রোনালদোকে নিয়ে আবেগঘন বার্তা ওজিলের

অবশ্য ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে নাকি খুবই পছন্দ ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনাল্দো রদরিগেসের।

কিন্তু এ ক্ষেত্রে আবার দুটি সমস্যা রয়েছে। প্রথমত, সদ্য নতুন চুক্তিতে সই করা কোচকে ছাড়তে রাজি হবে কি না ম্যানসিটি। দ্বিতীয়ত, তাকে যে পরিমাণ অর্থ দিতে হবে, সেই সামর্থ্য এ মুহূর্তে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের। ফলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

তবে আবেল আবেল ফেরেইরাকে নিয়ে কৌতূহল রয়েছে। তিনি বর্তমানে পর্তুগালের পালমেইরাস দলের কোচিং করাচ্ছেন। তবে দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ফুটবলারদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে তার। তাই তাকে নিয়ে আগ্রহ রয়েছে ব্রাজিল ফুটবল সংস্থার।

আর দোরিভাল জুনিয়র আবার ব্রাজিলের ক্লাব ফুটবলে খুবই সফল কোচ। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের সঙ্গে, যারা এবার কোপা দে ব্রাজিল এবং কোপা লিবের্তাদোরেস ট্রফি জিতে চমকে দিয়েছে।

আরও পড়ুন: মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি: নেইমার

এ ছাড়া ব্রাজিলের ক্লাব ইন্টারনেসিওনাল সামলাচ্ছেন মানো মেনেজেস। তিনি ব্রাজিল দলের কোচ ছিলেন তিন বছর। ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকেও ২০১২ সালে সামলে ছিলেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!