নেইমার-দানিলোর গোলে পিএসজির জয়
<![CDATA[
দুই ম্যাচ বিরতি দিয়ে মাঠে নেমেই গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র। তার গোলে এগিয়ে গেলেও, পরক্ষণে তেরেম মোফির গোলে সমতায় ফেরে লরিয়েন্ট। শেষ দিকে পিএসজিকে জয়সূচক গোল এনে দেন পর্তুগিজ ডিফেন্ডার দানিলো পেরেইরা।
লিগ ওয়ানে রোববার (০৬ নভেম্বর) লরিয়েন্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। ইনজুরিতে পড়ায় এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একমাস আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে গোড়ালিতে পাওয়া চোট পুনরায় ঝেঁকে বসায় তিনি লরিয়েন্টের বিপক্ষে বিশ্রামে ছিলেন।
প্রতিপক্ষের মাঠে নেমে শুরু থেকেই মাঠের আধিপত্য নিজেদের দখলে রাখে পিএসজি। দুই ম্যাচ বিরতি দিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবশ্য প্রতিপক্ষ দলের গোলরক্ষক ভোগের ভুলের সুযোগ লুফে নেন এ ফরোয়ার্ড। পিএসজির তিন খেলোয়াড় থাকা সত্বেও সতীর্থকে ছোট পাস বাড়ান ভোগো। নেইমারকে ছুটে আসতে দেখে ফিরতি ব্যাক পাস ক্লিয়ার করতে শটও নিয়েছিলেন তিনি, কিন্তু বল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে লেগে চলে যায় পাশে থাকা উগো একিতিকের কাছে।
আরও পড়ুন: চেলসিকে হারিয়ে সবার শীর্ষে আর্সেনাল
ফরাসির এ ফরোয়ার্ডের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে ৬ গজ দূরত্ব থেকে জাল কাঁপান নেইমার। বিরতির আগে আরও চারবার লরিয়েন্টের রক্ষণভাগে আক্রমণ করেন প্যারিসিয়ানরা। তবে ভোগোর বদলি নামা গোলরক্ষক ভিতো মান্নোনেকে পরাস্ত করতে পারেননি নেইমার-এমবাপ্পেরা।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পিএসজিকে হতাশায় ডুবিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে এঞ্জো লে ফি‘কে বল বাড়ান তেরেম মোফি। লে ফি’র ফিরতি থ্রু পাস বাম প্রান্তে থেকে বুলেট গতির কোনাকুনি শটে জালে পাঠান মোফি। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা পরাস্ত হন মোফির গতির কাছে।
আরও পড়ুন: ব্রাজিল এবার নেইমার নির্ভর দল নয়: কাফু
এরপর ফের লিডে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। শেষ পর্যন্ত ম্যাচের ৮১ মিনিটে তারা কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়। ডান দিক থেকে নেইমারের করা কর্নার পোস্টের সামনে অরক্ষিত থাকা দানিলো হেডের সাহায্যে জালবন্দি করেন। ২-১ গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। শেষ পর্যন্ত প্রতিপক্ষ আর কোনো প্রতিরোধ গড়তে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।
এ নিয়ে টানা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত পিএসজি। আর লিগ ওয়ানের চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লরিয়ঁ।
]]>




