নেটিজেনদের ক্ষমাহীন চোখে সোনম কাপুর!
<![CDATA[
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী সোনম কাপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওর কারণে নেটিজেনদের কটাক্ষের রোষাণলে পড়েছেন বলি তারকা অনিল কন্যা।
শনিবার সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে যোগা ক্লাস থেকে বের হচ্ছেন তিনি। অল ব্ল্যাক আউটফিট, খোলা চুলে বরাবরের মতোই সুন্দর লাগছে। তবে বিপত্তি বাঁধল যখন দেখা গেল সঙ্গে থাকা একটি ব্যক্তি স্লিপার নিয়ে রাখল সোনমের পায়ের কাছে। আর তাতে পা গলালেন অভিনেত্রী। সোনমের এই কীর্তিকে ক্ষমাহীন চোখে দেখল সোশ্যাল মিডিয়া।
আরও পড়ুন: বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ উরফির!
এক ব্যক্তি কমেন্ট সেকশনে লিখেছেন, ‘আজকালকার জেনারেশনের কাছে এত টাকা হয়ে গেছে যে কাকে কী কাজে লাগাবে বুঝতে পারে না। সামান্য জুতোটাও এদের সামনে এনে রাখতে হয়।’ অপরজন লিখলেন, ‘জঘন্য! গাড়ির দরজা খোলানো, মাথায় ছাতা ধরানো অবধি ঠিক ছিল। এটা বাড়াবাড়ি হয়ে গেল।’ তৃতীয় জনের মত, ‘কাপুর পরিবারের ঔদ্ধত্য বরাবরই বেশি। আজকের জেনারেশনও তা পদে পদে প্রমাণ করছে।’
আগস্ট মাসে সোনম কাপুর অবং আনন্দ আহুজার পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম রেখেছেন বায়ু। ডেলিভারির মাসখানেক আগে লন্ডনের নটিং হিল থেকে মুম্বইতে এসেছিলেন অভিনেত্রী। আপাতত মুম্বইতে রয়েছেন। প্রসবকালীন ওজন কমানোর জন্য চলছে কঠোর পরিশ্রম। এদিনও যোগা ক্লাস থেকে বের হওয়ার সময়তেই ভিডিয়োখানা ভাইরাল হয়।
আরও পড়ুন: অসম জুটি সিনেমার প্রচারে না গিয়ে সমালোচনার ঝড়ে শ্রুতি
২০০৭ সালে সাওয়ারিয়া দিয়ে বলিউডে পা রাখেন সোনম। রঞ্ঝনা, ভাগ মিলখা ভাগ, নীরজা, বীরে দি ওয়াডিং, আই হেট লাভ স্টোরি-র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। শেষ কাজ করেছেন ২০১৯ সালে জোয়া ফ্যাকটরে। এরপর তাঁকে দেখা যাওয়ার কথা আছে ব্লাইন্ড ছবিতে। সেখানে স্ক্রিন শেয়ার করবেন পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবেদের সঙ্গে। তবে এখনও এই সিনেমার কাজ শুরু হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




