নেত্রকোণায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১
<![CDATA[
নেত্রকোনায় গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) সদস্যরা।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে জেলা সদরের বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম লিমন মিয়া ওরফে বাপ্পা (২০)। তিনি কলমাকান্দার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে।
র্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, গত ২৯ ডিসেম্বর কলমাকান্দা থানার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামে খালার বাড়ির পাশে ওয়াজ মাহফিল শুনতে যান এক কিশোরী। ওয়াজ শোনা শেষে রাত সাড়ে ১২টার দিকে পুকুর ঘাটে হাত-মুখ ধুতে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা বাপ্পা (২০) ও রুবেল মিয়া (২২) ওই কিশোরীকে তুলে নিয়ে যান এবং পাশ্ববর্তী একটি জমিতে নিয়ে ধর্ষণ করেন।
আরও পড়ুন : ময়মনসিংহে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২
এ সময় কিশোরীর চিৎকার চেঁচামেচি শুনে শাহ আলম মিয়া (৩২) নামের এক যুবক ঘটনাস্থলে যান এবং তিনিও ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ১১ জানুয়ারি ওই কিশোরীর বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতার লিমন মিয়াকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
]]>




