নেত্রকোনায় ট্রাকচাপায় শিশু নিহত
<![CDATA[
নেত্রকোনার সদর উপজেলায় ট্রাকচাপায় সারা মনি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে নেত্রকোনা-পূর্বধলা সড়কের সদর উপজেলার মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারা মনি উপজেলার মাধবপুর গ্রামে মো. রফিকুল ইসলামের মেয়ে। সে মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলো সারা মনি। সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ট্রাকচাপায় স্কুলের প্রধান শিক্ষক নিহত
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
]]>




