বিনোদন

নেত্রকোনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

<![CDATA[

নেত্রকোনার মদনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবুল চন্দ্র দাস (৪০) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে মদন হরি মন্দিরের অদূরে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

বাবুল দাস উপজেলার মদন পৌর সদরের মৃত হেমচন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল দাস মদন পূর্ব বাজারে দীর্ঘদিন ধরে মুদি মালামালের পাইকারি ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এ সময় বাড়ির অদূরে মদন হরি মন্দিরের পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। 

আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিষয়টি টের পেয়ে মন্দিরে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!