নেত্রকোনায় বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
<![CDATA[
নেত্রকোনার বারহাট্টায় একটি বিল থেকে আবদুস ছাত্তার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুরে জয়কৃষ্ণনগর এলাকার মরিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবদুস ছাত্তার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের বাসিন্দা। ওই এলাকায় মরিয়ার বিলে পাহারাদারের কাজ করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (৮ নভেম্বর) এশার নামাজের পর বাড়ির অদূরে বিলে মাছ পাহারা দিতে যান আবদুস ছাত্তার। পরে রাতে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সকালে তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: রাজধানীতে সড়কের আইল্যান্ডের ওপর পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
পরিবারের বরাত দিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, প্রায়ই আবদুস ছাত্তার বিলে মাছ পাহারা দিতে যেতেন। সন্ধ্যায় গিয়ে আবার রাত ১২টা থেকে ১টার মধ্যে বাড়ি ফিরে আসতেন। কিন্তু তিনি মঙ্গলবার রাতে আর বাসায় ফেরেননি। সকালে খুঁজতে বের হয়ে বিলের একটি ডোবায় তার মরদেহ পান পরিবারের লোকজন।
তিনি আরও জানান, শরীরে দৃশ্যমান কোনো আঘাত নেই। স্বাভাবিক মৃত্যু নাকি কেউ মেরে ফেলে রেখে গেছে–এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে জানা যাবে। পরে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি লুৎফুল হক।
]]>




