বাংলাদেশ

নেত্রকোনায় ২৭৫ কিমি বাঁধ নির্মাণে ১৭৩ পিআইসি কমিটি

<![CDATA[

নেত্রকোনায় আগামী বোরো ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে হাওড়াঞ্চলের ২৭৫ কিলোমিটার ফসল রক্ষা ডুবন্ত ভাঙা বাঁধ নির্মাণ ও মেরামত করতে ১৭৩টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন) কমিটি গঠন করা হয়েছে। এ বছর নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে নেত্রকোনার মদনে হাওড়ের একমাত্র বোরো ফসল রক্ষায় সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী ডুবন্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামত কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

নেত্রকোনার মদনে উচিতপুর বালই হাওড়ে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বাঁধস্থলেই পিআইসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীনের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘কাজ এবার ঠিকভাবে করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। কৃষকের ফসল রক্ষায় এ বছর আগে থেকেই পিআইসি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণকাজ শুরু হওয়ায় সঠিক সময়েই এবার শেষ হবে সব বাঁধের মেরামত কাজ। ফলে ফসলহানির শঙ্কা একেবারে শূন্যের কোঠায়।’

আরও পড়ুন: হাওরে বাঁধ নির্মাণে কঠোর নীতিমালা হবে: কৃষিমন্ত্রী

প্রকল্পের কাজ সার্বক্ষণিক নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। পাশাপাশি যেখানেই ত্রুটি-বিচ্যুতি হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

এ সময় বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান।

উপস্থিত ছিলেন মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন মেয়র সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

এ বছর জেলায় ১৭৩টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন) কমিটি গঠনের মাধ্যমে বাঁধের ২৭৫ কিলোমিটার অংশ মেরামত করা হবে। প্রথম পর্যায়ে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পরে হাওড়াঞ্চলের মদন সীমানায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!