নোংরা রান্নাঘরে প্রেম করছেন 'বিরুষ্কা'
<![CDATA[
বলিউডের অন্যতম বিখ্যাত তারকা জুটি হলেন আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। দর্শক এই জুটিকে ভীষণ পছন্দ করেন।
বলিউডের এই তারকা জুটি মাঝে মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। আর সেখানেই তাদের মধ্যে মিষ্টি রসায়ন ধরা পড়ে।
সম্প্রতি এই তারকা জুটি একটি ছবি পোস্ট করেছিলেন যেটা রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও সেই ছবিতে এই রিয়েল লাইফ কাপলকে বেশ মিষ্টি লাগছিল দেখতে, কিন্তু দর্শকদের নজরে পড়েছে এই দম্পতির রান্না ঘরের চিত্র।
এই ছবিতে দেখা গেছে আনুষ্কা তাদের রান্নাঘরে বিরাটকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন। আর বিরাট সেই সময় কিছু একটা করতে ব্যস্ত রয়েছেন। নেটিজেনদের ছবিটা বেশ পছন্দ হয়েছে। কিন্তু তারপরই তাদের রান্নাঘরের দিকে চোখ পড়তেই সকলে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এক অনুরাগী তাদের এই ছবিতে কমেন্ট করেন, ‘বিরাট অনুষ্কাকে রাসোরে মে কৌন থা জো ইতনা গান্দা করকে গিয়া।’ আরেকজন লেখেন, ‘ইস আপনাদের রান্নাঘর এত অপরিষ্কার কেন?’
আরও পড়ুন: শেহনাজ মানেই সিদ্ধার্থ
‘রান্নাঘরটা কী অগোছালো!’ আরেক ব্যক্তিকে লিখতে দেখা যায়। কেউ কেউ তো নিজেদের রান্নাঘরের সঙ্গে বিরাট আনুষ্কার রান্নাঘরের তুলনা করেন। একজন লেখেন, ‘আমার রান্নাঘর এর থেকে অনেক বেশি পরিষ্কার।’
অনেকেই যখন এই তারকা জুটির নোংরা হয়ে থাকা রান্নাঘর নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন তখন কেউ কেউ সব ছেড়ে বিরাট আনুষ্কার বিষয়ে মতামত জানিয়েছেন। তাদের মতে বিরাট অনুষ্কাকে একসঙ্গে কী মিষ্টি লাগছে দেখতে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
]]>




