নোয়াখালীতে আ.লীগ নেতাকর্মীদের মিষ্টি বিতরণ
<![CDATA[
টানা তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা নোয়াখালীতে আনন্দ মিছিল ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজুর নেতৃত্বে নোয়াখালীর প্রধান সড়ক মাইজদীতে আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হন।
এ সময় খুশিতে একে অপরকে মিষ্টিমুখ করান। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক
দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।
]]>




