বিনোদন
নোয়াখালীর ৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
<![CDATA[
উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সদর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫, সাধারণ সদস্য পদে ৯৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জনসহ মোট ১৯০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ১৭ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ধর্মপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৬ হাজার ৫৭৫ ভোটার।
]]>