Feni (ফেনী)নোয়াখালীফেনী সদরসর্বশেষ
নোয়াখালীতে ‘কিশোর গ্যাং’য়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্কঃ
নোয়াখালীতে এক শিক্ষার্থীকে বাসা থেকে ডেকে নিয়ে ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা ছুরিকাঘাতে হত্যা করেছে।
সোমবার সন্ধ্যার দিকে জেলা শহরের চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে কামরুল হাসান জোবায়ের নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত কামরুল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের চন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতো।