Feni (ফেনী)আইন-আদালতজাতীয়নোয়াখালীসর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাং এর ১৮ সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত তারা।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। শুক্রবার তাদের অপরাধ সংগঠনের কিছু স্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে ১৮জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাং এর অপরাধ প্রতিরোধে গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।