নোয়াখালীতে ১২০০ পিস ইয়াবাসহ আটক ২
<![CDATA[
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার দুজন এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নববধূ সেজে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৪
আটক আবদুল লতিফ (৩৮) ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের আবদুর রহমানের ছেলে এবং পাপড়ি শীল (৩০) চট্টগ্রামের ফটিকছড়ির নানপুর কিপতানগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বগাদিয়া এলাকার প্রধান সড়কে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: পকেটে ইয়াবা রেখে বিক্রি, যুবক আটক
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ ইয়াবার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
]]>