বাংলাদেশ

নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় ৭ রোহিঙ্গা আটক

<![CDATA[

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালদের সহযোগিতায় পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নে সাত রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ২ পুরুষ, ৩ নারী ও ২ শিশু রয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে পাঠানো হবে বলে নিশ্চিত করেন চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ।

আটক রোহিঙ্গার হলেন, আশ্রয়ণের ৮৪ নম্বর ক্লাস্টারের এইচ-১ নম্বর কক্ষের আবদুস সালামের ছেলে এরশাদ উল্যাহ (৩২), মৃত রশিদ আহমদের ছেলে হাসান (৩৫), আবদুস শুক্কুরের মেয়ে খোদেজা বেগম (২৮), নূর মোহাম্মদের মেয়ে সেতারা বেগম (২৭), হাসানের মেয়ে রোসমিন আক্তার (১৫), এরশাদ উল্যার ছেলে শাহেদ (১০) ও হাসানের ছেলে তোফায়েল (৯ মাস)।

আরও পড়ুন: ভাসানচরে পালাতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ভাসানচর আশ্রয়ণ থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে দালাল মো. ইসহাক, মো. আনোয়ার ও মো. আয়াত উল্লার সহযোগিতায় নৌকায় পালিয়ে সুবর্ণচরে আসে সাত রোহিঙ্গা। শনিবার সকালে তারা হেঁটে কেরামতপুর বাজারে এলে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি থানায় অবগত করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, তাদের পুনরায় ভাসানচর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!