Feni (ফেনী)ফেনী সদর
‘নো মাক্স- নো এন্ট্রি’ সরকারের এই নির্দেশ মানছে না, বরং নিজেরাও মাক্স ব্যবহার করছেনা ফেনীর বিপনী বিতানের ব্যবসায়ীরা।
‘নো মাক্স- নো এন্ট্রি’ সরকারের এই নির্দেশ মানছে না, বরং নিজেরাও মাক্স ব্যবহার করছেনা ফেনীর বিপনী বিতানের ব্যবসায়ীরা।
শনিবার ফেনী শহরের গ্র্যান্ড হক টাওয়ার এ স্বাস্থ্যবিধি পরিপালনে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেশ কয়েকজন দোকানিও পথচারীকে মাক্স না থাকায় অর্থ দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা ইসলাম বিথি।