নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ
<![CDATA[
কিশোরগঞ্জের হোসেনপুরে বহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবের চর এলাকায় বহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৪) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, শিশু নিখোঁজ
হোসেনপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, বহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে কিশোরগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন সাহেবের চর এলাকায় যায়। নৌকাবাইচ শেষে মানুষের হুড়োহুড়িতে দুটি নৌকাডু্বির ঘটনা ঘটে। এ সময় পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চার সদস্যের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাদের কোন খোঁজ পায়নি।
]]>




