পগবার মামলায় তার ভাই আটক
<![CDATA[
পল পগবার দায়ের করা অভিযোগের তদন্ত করতে গিয়ে তার ভাই ম্যাথিয়াসকে আটক করেছে ফরাসি পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ ম্যাথিয়াসকে আটক করে। নাম প্রকাশ না করে ফরাসি আইন বিভাগের একটি সূত্র এএফপিকে এমনটাই জানিয়েছে।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে কাপুরুষ, বিশ্বাসঘাতক ও ভণ্ড বলে অভিহিত করে তার বিরুদ্ধে জাদুবিদ্যার সাহায্য নিয়ে সতীর্থ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে ইনজুরিতে ফেলার চেষ্টার অভিযোগ এনেছিলেন তার ভাই ম্যাথিয়াস পগবা। এর পরপরই য়্যুভেন্তাসের এই তারকা দাবি করেন, একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছে, যে দলে রয়েছে তার ভাই ম্যাথিয়াস ও শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা। চাঁদাবাজদের বিরুদ্ধে তখন পুলিশের কাছে অভিযোগও জানান তিনি।
পল পগবার করা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আটক করা হয় ম্যাথিয়াসকে। এর আগে মঙ্গলবার ও বুধবার মিলিয়ে আরও তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন:এমবাপ্পেকে জাদু করার অভিযোগ অস্বীকার পগবার
অবশ্য শুক্রবার (৯ সেপ্টেম্বর) ম্যাথিয়াসের আইনজীবী রিচার্ড আরবিব জানান, তার মক্কেল চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।
গত আগস্টে তিন মিনিটের এক ভিডিওতে পল পগবার সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করে দেবেন বলে হুমকি দেন ম্যাথিয়াস। এ সময়ে ফ্রান্স ও য়্যুভেন্তাসের সব ফুটবলার ও স্পন্সরের এই ফুটবলার সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
এরপরই পল তার ভাই ম্যাথিয়াস ও শৈশবের বন্ধুসহ ওই চক্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। সে লিখিত অভিযোগে বিশ্বকাপজয়ী এই ফরাসি জানান, গত মার্চে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরলে সেখানে পগবার কয়েকজন বন্ধু তাকে একটি প্যারিসের বাড়িতে নিয়ে যান। সেখানে হুডি পরা দুজন ব্যক্তি পগবার কাছে ১৩ মিলিয়ন ইউরো দাবি করেন।
আরও পড়ুন:বন্ধু ও বড় ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ পগবার
১৩ বছর ধরে পেশাদার ফুটবলে দারুণ সাফল্যের পরও পগবা তার বন্ধুদের কোনো সাহায্য করেননি। এরপর ম্যানচেস্টারে ও য়্যুভেন্তাসে অনুশীলনের সময় সেই বন্ধুদের আবারও দেখেন পগবা, যাদের সঙ্গে দেখা গেছে পলের বড় ভাই ম্যাথিয়াস পগবাকেও।
পগবার অভিযোগের পর এ বিষয়ে যৌথ তদন্ত করছে ফরাসি পুলিশের অ্যান্টি-গ্যাং এবং সেন্ট্রাল ক্রাইম ইউনিট। মামলাটি এই মুহূর্তে দুজন ম্যাজিস্ট্রেটের আওতাধীন। পুলিশ এরই মধ্যে পল ও ম্যাথিয়াসের সঙ্গে কথা বলেছে।
]]>