পঞ্চগড়ে ট্রলির ধাক্কায় ইউপি সদস্য নিহত
<![CDATA[
পঞ্চগড়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় বেলাল হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন পঞ্চগড় সদর উপজেলা গড়িনাবাড়ি ইউনিয়নের গানজাবাড়ি এলাকার তোজ মোহাম্মদের ছেলে। তিনি গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয়রা জানায়, রোববার রাতে পঞ্চগড় শহর থেকে ইজিবাইকের সামনের আসনে বসে বাড়িতে ফিরছিলেন বেলাল হোসেন। এ সময় গোয়ালপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনের একটি বড় স্ক্রুর আঘাত তার মুখে লাগে। এতে চলন্ত ইজিবাইক থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।
এদিকে খবর পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু।
]]>




