পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
<![CDATA[
হিমেল বাতাস আর ঘনকুয়াশার কারণে দ্রুতই তাপমাত্রার পারদ নিচে নামছে পঞ্চগড়ে। গত কয়েকদিনে জেলায় গড়ে ১৩ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা ওঠা নামা করেছে।
স্থানীয়রা বলছেন, দিনে সহনীয় তাপমাত্রা থাকলেও সন্ধ্যা নামতেই সেই তাপমাত্রা অর্ধেকে নেমে আসছে।
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা গ্রামের রইসউদ্দীন, পঞ্চগড় শহরের ধাক্কামারা মহল্লার আব্দুল বাতেন, বলেয়াপাড়া গ্রামের আসাদুজ্জামান সময় সংবাদকে জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গরম মোটা কাপড় ছাড়া সড়কে বের হওয়া যাচ্ছে না।
শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা জানিয়েছেন স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত কয়েকদিনের গড় তাপমাত্রা যেভাবে হ্রাস পাচ্ছে তাতে এবারের শীতের তীব্রতা বাড়তে পারে।
আরও পড়ুন: বাড়ছে শীত, ব্যস্ত হয়ে উঠছে সিরাজগঞ্জের কম্বলপল্লি
তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘনকুয়াশার সাথে হিমেল হাওয়া যোগ হওয়ায় ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
এদিকে বুধবার (১৬ নভেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্ব নিম্ন তাপমাত্রা ছিল। এদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্ব নিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
]]>