পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অধশতাধিক দোকান
<![CDATA[
পঞ্চগড় সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ-ই পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পঞ্চগড় ফায়ার সার্ভিসসহ আটোয়ারী, বোদা ও তেতুলিয়ার চারটি ফায়ার সার্ভিস ইউনিট।
আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক ও পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পাটের গুদামে আগুন, ৮ কোটি টাকা ক্ষতি
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুল হক সময় সংবাদকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি।
পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা সময় সংবাদকে জানান, পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে সুত্রপাত এবং ক্ষয়-ক্ষতির হিসাব জানা যাবে।
]]>