পঞ্চগড়ে ট্রলারডুবি: নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম
<![CDATA[
মহালয়ার আয়োজনে যোগ দিতে গিয়ে ঝরল ৩০ প্রাণ। পুলিশ ও ফায়ার সার্ভিসের চোখের সামনেই অতিরিক্ত যাত্রী নিয়ে পঞ্চগড়ের মাড়েয়ায় করতোয়া নদীর আউলিয়াঘাট ছেড়ে যায় ট্রলারটি। এর কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায় ট্রলারটি। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৩০ জনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন ৬৫ জন।
উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে ট্রলারডুবির ঘটনায় ছত্রশিকারপুর গ্রামের দুই শিশুসহ একই পরিবারের চারজন মারা যাওয়ায় ওই পরিবারে চলছে শোকের মাতম। বয়োবৃদ্ধ জলেশ্বরী (৮০) দুই নাতিসহ দুই বউমাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। কোনো সান্ত্বনাই যেন তার বিলাপ থামাতে পারছে না।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় জলেশ্বরীর দুই নাতি দিপঙ্কর রায় (৫), বিসুন রায় (২), বউমা তারা রায় (২২) ও লক্ষ্মী রানী (২২) মারা যান। আজ তাদের স্থানীয় শশ্মানঘাটে শেষ কৃত্য করা হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবি: মৃত্যু বেড়ে ৩০
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের অবহেলার কারণেই এত প্রাণহানি। তবে স্থানীয়রা দায়িত্বে অবহেলাকে দুষলেও মানুষের তাড়াহুড়োকেই দায়ী করলেন রেলমন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহালয়া উপলক্ষে করতোয়া নদী ট্রলারে পার হচ্ছিলেন সনাতন ধর্মের শতাধিক মানুষ। এ সময় ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়। এদিকে ডুবে যাওয়ার কয়েক সেকেন্ড আগে হ্যান্ডমাইকে নৌকার মাঝিকে সাবধানও করছিল পুলিশ।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বলেন, মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে। এ ছাড়া আহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবি: তদন্ত কমিটি গঠন
পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ ট্রলারডুবি এটি। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসা খরচ বহন করবে।
এদিকে নৌকাডুবির খবর শুনে ছুটে আসেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। এ ছাড়া নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ওয়াই আকৃতির ব্রিজের কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
]]>